পল্টনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ২ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

পল্টনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ২ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই লাখ টাকা হারিয়েছেন মো. ফাহাদ আহমেদ (২৮) নামে এক কসমেটিকস ব্যবসায়ী। সোমবার সকাল ৮টার দিকে রাজধানীর পল্টন মোড়ে চলন্ত বাসে এ ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ভুক্তভোগী ফাহাদ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মো. সেলিম মাহমুদের ছেলে। তিনি ময়মনসিংহে কসমেটিকসের ব্যবসা করেন।

ফাহাদকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু বিপ্লব মিয়া জানান, তারা দুজন ময়মনসিংহে কসমেটিকসের ব্যবসা করেন। চকবাজার থেকে মাল কেনার জন্য সোমবার সকালে ময়মনসিংহ থেকে মহাখালী বাসস্ট্যান্ডে যান। সেখান থেকে প্রভাতী পরিবহণের একটি বাসে করে গুলিস্তানের দিকে রওনা হন। একসঙ্গে সিট না পাওয়ায় ফাহাদ বাসের পেছনের দিকে আর বিপ্লব সামনে বসেন।

বিপ্লব বলেন, ‘পল্টন মোড়ে আসার পর আমি বাস থেকে নেমে যায়। কিন্তু ফাহাদ নামছিল না। পরে বাসে উঠে দেখি সে অচেতন অবস্থায় সিটে পড়ে আছে।’


তিনি বলেন, ‘ফাহাদ বাসা থেকে দুই লাখ টাকা নিয়ে বেরিয়েছিল। প্রতারক চক্র তাকে অজ্ঞান করে সব টাকা নিয়ে গেছে। পরে আমি দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো ফারুক বলেন, ‘সকালে অচেতন অবস্থায় ফাহাদকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা তাকে মেডিসিন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। তিনি পুরোপুরি সুস্থ হলে জানা যাবে ঠিক কত টাকা খোয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন এলাকা ‘ব্লকেড’ পরবর্তী

ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন এলাকা ‘ব্লকেড’

কমেন্ট