বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর ও পুত্রবধূ মৃত্যু, শাশুড়ি চিকিৎসাধীন

বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর ও পুত্রবধূ মৃত্যু, শাশুড়ি চিকিৎসাধীন

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শাশুড়ি। নিহতরা হলেন—মো. সোলায়মান হুসাইন (৬৩) ও পুত্রবধূ শাবানা আক্তার (২৯)। 

বুধবার (২১ মে) দুপুড়ে জেলা সদরের চাপড়াসরমজানি ইউনিয়নের ইটাপীর গ্রামে এ ঘটনা ঘটে।


সোলায়মান হুসাইনের স্ত্রী ওয়াতুন নেছা (৫৫) হাসাপতালে চিকিৎসাধীন আছেন। 
স্থানীয়রা জানায়, বুধবার পরিবারের সদস্যরা মিলে ঘরের পুরাতান খুঁটি বদলানোর কাজ করছিলেন। এ সময় বিকেল ৩টার দিকে ঘরের বিদ্যুতের একটি তার ছিঁড়ে সোলায়মান হুসাইন ও তার পুত্রবধূর গায়ে পড়ে। এতে দুইজনে বিদ্যুৎস্পৃষ্ট হলে সোলায়মানের স্ত্রী ওয়াতুন নেছা তাদের উদ্ধারে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।


এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে চাপড়াসরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম শাহ জানান, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিকেল নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, বাড়ি ঘর মেরামতের সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে দুজন ঘটনাস্থলে মারা গেছেন।


একজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুর রহিম বিকেলে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত ওয়াতুন নেছার তার জ্ঞান ফিরেছে। তিনি আশঙ্কামুক্ত আছেন।

 

ফকিরহাটে মাদরাসাছাত্রকে হত্যার অভিযোগে দুই শিক্ষার্থী গ্রেপ্তার পরবর্তী

ফকিরহাটে মাদরাসাছাত্রকে হত্যার অভিযোগে দুই শিক্ষার্থী গ্রেপ্তার

কমেন্ট