বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ৭ জুন ঈদুল আজহা
চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতার জামিনের পর জেলগেটে ফের গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও জেলা পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমানকে জামিনে মুক্তির পর জেলগেট থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
এর আগে গত ৬ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-ডিএমপি) এবং চাঁপাাইনবাবগঞ্জ জেলা পুলিশের যৌথ অভিযানে ঢাকা মহানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ৭ মে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন চাঁপাইনবাবগঞ্জ আদালতের মালখানা লুটের ঘটনায় ওই বছরের ২৬ সেপ্টেম্বর পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গতকাল রবিবার জেলা দায়রা জজ আদালত থেকে ওই মামলায় তিনি জামিন লাভ করেছিলেন বলে আদালত সূত্রে জানা যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, সোমবার দুপুরে জেলখানার সামনের সড়ক থেকে মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে জানতে চাইলে এ বিষয়ে পরে জানানো হবে বলেও জানান তিনি।
কমেন্ট