সংবিধানের দুর্বলতা দূর করার জন্যই জুলাই সনদ এবং গণভোট: আলী রীয়াজ
কচুয়ায় বিদ্যুতের শর্টসার্কিটে প্রাণ গেল যুবকের
চাঁদপুরের কচুয়া উপজেলার চাংপুর গ্রামে মাল্টিপ্লাগ থেকে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে শর্টসার্কিটে সাইদুল ইসলাম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে তার নিজ ঘরে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম সরকার চাংপুর গ্রামের মো. সফিউল্লাহ সরকারের ছেলে।
নিহতের চাচতো ভাই সুমন সরকার জানান, সাইদুল ইসলাম পেশায় পিকআপচালক ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি নিজ ঘরে ফ্যানের সুইচ লাগাতে গিয়ে আকস্মিক বৈদ্যুতিক স্পর্শে মাটিতে পড়ে যান।
পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমেন্ট