কুড়িগ্রামে ঘুষ নিয়ে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার সঙ্গে মারামারি

কুড়িগ্রামে ঘুষ নিয়ে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার সঙ্গে মারামারি

কুড়িগ্রামের রৌমারীতে ঘুষ লেনদেনকে কেন্দ্র করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দাঁতভাঙ্গা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রাজ্জাকের সঙ্গে রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমানের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়।


এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ডিলার আব্দুর রাজ্জাক বলেন, ‘লেনদেন নিয়ে আমাদের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে ইউএনও স্যার বিষয়টি মীমাংসা করে দেবেন বলে জানিয়েছেন।’

অন্যদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমান বলেন, টিসিবি কার্যক্রমের চালের ডিও নিয়ে ওই যুবদল নেতা ও খাদ্যবান্ধব ডিলার উত্তেজিত হয়ে আমাকে মারধর করেন।


বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি। তার পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।


অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন বলেন, বিষয়টি আমি জেনেছি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় লিখিত অভিযোগ দেবেন বলে শুনেছি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

কচুয়ায় বিদ্যুতের শর্টসার্কিটে প্রাণ গেল যুবকের পরবর্তী

কচুয়ায় বিদ্যুতের শর্টসার্কিটে প্রাণ গেল যুবকের

কমেন্ট