সংবিধানের দুর্বলতা দূর করার জন্যই জুলাই সনদ এবং গণভোট: আলী রীয়াজ
নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত
নীলফামারীর জলঢাকায় অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাকায় পিষ্ট হয়ে পাতা রানী (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ৬টার সময় পৌর এলাকার দুন্দিবাড়ি চৌকিদারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাতা রানী উপজেলার কাঁঠালী ইউনিয়নের ভোগামারি এলাকার নিপেন্দ্র নাথের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় অটোরিকশাযোগে বাড়ি থেকে কর্মস্থলে আসার পথে দুন্দিবাড়ি চৌকিদারের মোড়ে আসলে উল্টোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাতা রানী অটোরিকশা থেকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সহকর্মী দিতি রানী ও ভ্যানচালক বাকরাম রায় গুরতর আহত হয়।
জলঢাকা থানার ওসি নাজমুল আলম জানান, আজকে সকালবেলায় দুর্ঘটনায় একজন নারীর মৃত্যু হয়েছে। এ সময় দুজন আহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
কমেন্ট