নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

নীলফামারীর জলঢাকায় অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাকায় পিষ্ট হয়ে পাতা রানী (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন।  

বুধবার (২১ জানুয়ারি) সকাল ৬টার সময় পৌর এলাকার দুন্দিবাড়ি চৌকিদারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত পাতা রানী উপজেলার কাঁঠালী ইউনিয়নের ভোগামারি এলাকার নিপেন্দ্র নাথের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় অটোরিকশাযোগে বাড়ি থেকে কর্মস্থলে আসার পথে দুন্দিবাড়ি চৌকিদারের মোড়ে আসলে উল্টোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাতা রানী অটোরিকশা থেকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সহকর্মী দিতি রানী ও ভ্যানচালক বাকরাম রায় গুরতর আহত হয়। 

জলঢাকা থানার ওসি নাজমুল আলম জানান, আজকে সকালবেলায় দুর্ঘটনায় একজন নারীর মৃত্যু হয়েছে। এ সময় দুজন আহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।  

কুড়িগ্রামে ঘুষ নিয়ে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার সঙ্গে মারামারি পরবর্তী

কুড়িগ্রামে ঘুষ নিয়ে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার সঙ্গে মারামারি

কমেন্ট