ডিআইজি মিজানকে দুদকে তলব

ডিআইজি মিজানকে দুদকে তলব

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আইনের ১৯ ও ২০ ধারা ও কমিশনের ২০ বিধিসহ ফৌজদারী কার্যবিধির ১৬০ ধারা মতে তাকে তলব করা হয়। গত ২২ জানুয়ারির এক অভিযোগে তাকে তলব করা হয়। তাকে জিঞ্জাসাবাদ করবেন দুদকের উপ পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী। আজ বুধবার এই নটিশটি জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মিজানুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বক্তব্য গ্রহণ করা হবে বলে তলব করা নোটিশে জানানো হয়েছে। দুদকের ফরিদ আহমেদ পাটোয়ারির সঙ্গে দুদকে হাজির হয়ে অভিযোগ সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তাঁকে আগামী ৩ এপ্রিল সকাল ১১টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
শাহজালালে আড়াই কোটি টাকার ওষুধ জব্দ পূর্ববর্তী

শাহজালালে আড়াই কোটি টাকার ওষুধ জব্দ

বিডি জবসের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর ‘আটক’ পরবর্তী

বিডি জবসের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর ‘আটক’

কমেন্ট