আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা
রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবাব (২১ এপ্রিল) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন রূপগঞ্জ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রিটন মিয়া ও সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম। রিটন মিয়া উপজেলা বাঘবেড় এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এবং রফিকুল ইসলাম রফিক উপজেলার জাঙ্গীর এলাকার দবির উদ্দিনের ছেলে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা রিটন ও রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
কমেন্ট