চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের আদালত ভবন এলাকায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া লোহাগড়া থানার হত্যা মামলার আসামি ইকবাল হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৩০ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটনের খুলশী থানার ৮নং ওয়ার্ড তুলাতুলী রেললাইন সংলগ্ন কলোনীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রামে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রাসেল কালের কণ্ঠকে বলেন, ‘মামলা সংক্রান্ত শুনানির জন্য ইকবালকে মঙ্গলবার আদালতে নেওয়া হয়। পরবর্তীতে চট্টগ্রাম জেলা কোর্ট হাজতখানা থেকে জেলা কারাগারে নেওয়ার সময় ইকবাল হোসেন কৌশলে পালিয়ে যায়।

পরে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম খুলশী এলাকায় অভিযান চালিয়ে ইকবালকে গ্রেপ্তার করেছে।’
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা হাজতখানা থেকে কারাগারে নেওয়ার সময় দুই আসামি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া দুই আসামি হলেন—লাহাগড়া থানায় একটি হত্যা মামলার আসামি ইকবাল হোসেন ইমন এবং সীতাকুন্ড থানায় দায়ের করা মাদক মামলার আসামি আনোয়ার হোসেন। এর মধ্যে আজ বুধবার ইকবাল গ্রেপ্তার হলেন।

জয়পুরহাটে ধর্ষণে ব্যর্থ হয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ছাদ থেকে ফেলে দিলেন বৃদ্ধ পরবর্তী

জয়পুরহাটে ধর্ষণে ব্যর্থ হয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ছাদ থেকে ফেলে দিলেন বৃদ্ধ

কমেন্ট