ভিসা চালুর বিষয়ে অগ্রগতি অর্জিত হওয়ায় ইউএই’কে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি পরিচয়ে ডাকাতি, যশোরে আটক
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি পরিচয়ে ডাকাতির সাথে জড়িত আন্ত জেলা ডাকাতদলের এক সদস্য যশোরে আটক হয়েছেন। আজ বুধবার দুপুরে ডিবি পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার (৭ মে) রাত ২টার দিকে সদর উপজেলার মন্ডলগাতী এলাকা থেকে মুন্না হাসান নামে ওই ব্যক্তিকে আটক করেন ডিবি যশোরের সদস্যরা।
আটক মুন্না যশোরের চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের লেদু মিয়ার ছেলে।
ডিবি জানিয়েছে, গত ২৯ এপ্রিল রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের যাত্রীছাউনি এলাকায় সংঘটিত ডাকাতির সাথে তিনি জড়িত ছিলেন। ওই দিন নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি ট্রাকের চালককে সিগন্যাল দিয়ে থামায় আন্ত জেলা ডাকাতদলের সদস্যরা। তারা নিজেদের ডিবি পরিচয় দিয়ে ওই ট্রাকের চালককে নিচে নামিয়ে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। পরে ডাকাতদলটি ট্রাকের মধ্যে মাদক আছে বলে থানায় নেওয়ার বাহানায় ট্রাকের চালক ও হেলপারকে ট্রাকে উঠিয়ে রওনা দেয়।
এক পর্যায়ে তাদের জোর করে নেশাজাতীয় জুস খাইয়ে মুন্সীগঞ্জের একটি রাস্তায় ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীনগর থানায় একটি মামলা করা হয়। পরে ওই থানা থেকে যশোর পুলিশের সাথে যোগাযোগ করে জানানো হয়, ডাকাতদলের সদস্যরা যশোর জেলায় অবস্থান করতে পারে।
আটকের পর মুন্না জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
কমেন্ট