লঞ্চে দুই নারীকে পেটানোর ভিডিও ভাইরাল, যুবক আটক
মুন্সীগঞ্জ ঘাটে লঞ্চে নারীকে জনসম্মুখে বেদম পেটানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় নেহাল আহমেদ জিহাদ (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি এ ঘটনায় ক্ষমাপ্রার্থনা করেছেন।
আজ শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জ সদর থানা-পুলিশের একটি টিম ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গতকাল শুক্রবার (৯ মে) রাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুন্সীগঞ্জ ঘাটে যাত্রাবিরতি করে ঢাকা-লালমোহন রুটে চলাচলকারী এমভি ক্যাপ্টেন লঞ্চটি। এ সময় কেবিনে কেবিনে ঢুকে ভাঙচুর চালান বেশ কয়েকজন মানুষ। দুই নারীসহ আরও কয়েকজনকে পেটানো হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সন্ধ্যার নাস্তা কেনার জন্য ৮ থেকে ১০ জন যাত্রী লঞ্চ থেকে পল্টুনে নামে। সেখানে থাকা স্থানীয়রা মাদকসেবী সন্দেহ করে তাদের পিছু নিয়ে লঞ্চে ওঠার চেষ্টা করলে লঞ্চের ম্যানেজার মো. শফিক তাদের প্রবেশে বাঁধা দেয়। এতে উত্তেজিত লোকজন জড়ো হয়ে লঞ্চে ঢুকে ভাঙচুর, লুট ও যাত্রীদের মারপিট করেন। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজনা কমে আসে।
কমেন্ট