শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
বগুড়ায় আ. লীগের দুই নেত্রী গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের দুই নারী নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১মে) সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের ররোয়া মধ্যপাড়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী ও বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মোমেনা খাতুন (৫৩) ও একই ইউনিয়নের ঘাসুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগের নেত্রী শিখা খাতুন (৪০)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, গ্রেপ্তার হওয়া ওই নেত্রীর বিরুদ্ধে শেরপুর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলা রয়েছে।
কিন্তু দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তারা বাড়িতে অবস্থান করছেন-গোপনে এমন খবর পেয়েই অভিযান চালানো হয়। একপর্যায়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের রবিবার বিকেলেই বগুড়ায় আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন।
কমেন্ট