খুলনার সাবেক মেয়র ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

খুলনার সাবেক মেয়র ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রী বাগেরহাট-৩ আসনের সাবেক এমপি বেগম হাবিবুন্নাহারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মহানগর স্পেশাল জজ আদালত এ আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার সহকারী পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা রকিবুল ইসলাম।

দুদক কর্মকর্তা জানান, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে বিপুল পরিমাণে আয়বহির্ভূভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করা হচ্ছে। এমন অবস্থায় তিনি ও তার স্ত্রী বিদেশে পালাতে পারেন বলে দুদকের কাছে অভিযোগ আসে।


কমিশন গত ১৩ মে আদালতে তাদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আবেদন করে। এ বিষয়ে আদালতের দেওয়া আদেশের কপি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক ও বিশেষ পুলিশ সুপার ইমিগ্রেশনে পাঠানো হয়েছে।


চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে দুদক তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে তদন্ত শুরু করে। এর আগে গত ২৫ মার্চ খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রী হাবিবুন নাহারের পাঁচটি ব্যাংকের হিসাব, এফডিআর ও সঞ্চয়পত্র মিলিয়ে প্রায় ৮ কোটি ১০ লাখ টাকা অবরুদ্ধ করার আদেশ দেন।


২০২৪ সালের ৪ আগস্টের পর থেকে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, তার স্ত্রী সাবেক এমপি বেগম হাবিবুর নাহার পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে বাধা, হত্যা ও গুলিবর্ষণের একাধিক মামলা রয়েছে।

 

রাজবাড়ীতে পুলিশ সদস্যদের মারধরের ঘটনার মূল হোতা গ্রেপ্তার পরবর্তী

রাজবাড়ীতে পুলিশ সদস্যদের মারধরের ঘটনার মূল হোতা গ্রেপ্তার

কমেন্ট