নারায়ণগঞ্জে ভারতীয় কসমেটিকসসহ দুই পাচারকারী আটক

নারায়ণগঞ্জে ভারতীয় কসমেটিকসসহ দুই পাচারকারী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে কোস্ট গার্ড স্টেশন পাগলার নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকটির ভেতর থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকসহ দুজন পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার করা কসমেটিক্সের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৬৮ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘জব্দ করা আলামত ও আটক করা পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

 

মাদারীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক
পরবর্তী

মাদারীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক

কমেন্ট