মাদক কারবারি সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার

মাদক কারবারি সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ-টু’ অভিযানে এজাজুল হক ওরফে রেজাকে (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের রুস্তমাবাদ ফকিরপাড়া এলাকার নিজ বাড়ি তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার রেজা ফকিরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে রেজাকে গ্রেফতার করা হয়। রেজা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে তিনটি মাদকের মামলা রয়েছে। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 


বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার, ডেভিল হান্ট ফেজ-টু অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জে ভারতীয় কসমেটিকসসহ দুই পাচারকারী আটক পরবর্তী

নারায়ণগঞ্জে ভারতীয় কসমেটিকসসহ দুই পাচারকারী আটক

কমেন্ট