জামালপুরে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক

জামালপুরে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক

জামালপুরের ইসলামপুরে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। পরে ওই যুবকের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।‌ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ওই যুবকে জামালপুর আদালত পাঠানো হয়।‌

গ্রেপ্তার যুবকের নাম আনোয়ার (৩০)।


তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খোলাবাড়ী এলাকার মৃত নায়েব আলীর ছেলে। এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার যমুনার চরে আনন্দ বাজার নামে এলাকায় থেকে আটক করা হয়। 

 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকালে বেলগাছা-কুলকান্দী ইউনিয়নের সীমান্তবর্তী যমুনা নদীর পশ্চিম তীরে আনন্দ বাজার এলাকায় একটি দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে ওই যুবকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে ইঞ্জিনচালিত নৌকাযোগে তাকে যমুনার পূর্ব তীরে কুলকান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল রাত পৌনে ৮টার দিকে সেখান থেকে ধরে নিয়ে আনোয়ারকে ইসলামপুর থানায় সোপর্দ করে। পরে সুমন খন্দকার নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পরে বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, ‘বাজারে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখে আটক করেন স্থানীয়রা।


পরে পরিষদের গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করেন। সেনাবাহিনীর একটি দল তাকে থানায় নিয়ে যায়।’
ইসলামপুর থানার এসআই মো. আমিনুল ইসলাম বলেন, ‘একটি দেশীয় পাইপগান, একটি কার্তুজ, একটি বুলেটসহ আনোয়ারকে সেনাবাহিনী থানায় সোপর্দ করে।’

ইসলামপুর থানার ওসি মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, ‘দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এই ঘটনায় যারা প্রথমে আটক করেছিলেন তাদের মধ্যে একজন সুমন খন্দকার।

 

ঝিনাইদহে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২০ লাখ টাকা জরিমানা পরবর্তী

ঝিনাইদহে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২০ লাখ টাকা জরিমানা

কমেন্ট