সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হবে : পররাষ্ট্র উপদেষ্টা
স্ত্রীসহ সন্ত্রাসী সাজ্জাদ গ্রেফতার, জার্মানি পিস্তল উদ্ধার
বগুড়ার শাজাহানপুরে সেনাবাহিনীর সদস্যরা সাজ্জাদ হোসেন নামে এক সন্ত্রাসীকে স্ত্রীসহ গ্রেফতার করেছেন। এ সময় তার হেফাজত থেকে জার্মানে তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ও রাতে দুই দফা উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি দক্ষিণপাড়ায় এ অভিযান চালানো হয়। বগুড়া সেনা ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে কোনো মামলা ও তার রাজনৈতিক পরিচয় নেই। এসআই আবদুর রহিম থানায় ওই দম্পতির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন। আদালতের মাধ্যমে স্ত্রীসহ তাকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি দক্ষিণপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৩৭) ও তার সহযোগী স্ত্রী জান্নাত আক্তার (৩০)।
বগুড়ায় সেনাবাহিনী ক্যাম্প সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৩টার দিকে গোপনে খবর পেয়ে ক্যাপ্টেন সাদিফ ও লে. ফাহাদের নেতৃত্বে ৪০ বীরের একটি দল নিজ এলাকা থেকে সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে জার্মানিতে তৈরি একটি ৯ মিলিমিটার পিস্তল থাকার কথা স্বীকার করেন। রাতে সেনা সদস্যরা সাজ্জাদকে নিয়ে তার বাড়িতে আবারও অভিযান চালান। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী জান্নাত আক্তার কাপড়ে মোড়ানো পিস্তলটি বাড়ির পাশে নর্দমায় ফেলে দেন। পরে ৪০ বীর-এর অধিনায়ক লে. কর্নেল তানভীরের নেতৃত্বে তল্লাশি চালিয়ে নর্দমা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এছাড়া সাজ্জাদের বাড়িতে তিনটি ধারালো অস্ত্র পাওয়া যায়।
এদিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী জান্নাত আক্তারকে বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে ওই দম্পতিকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। নির্বাচনি আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
কমেন্ট