সিঙ্গেল ডিজিটে নামছে ইসলামী ব্যাংকের বিনিয়োগ মুনাফা

সিঙ্গেল ডিজিটে নামছে ইসলামী ব্যাংকের বিনিয়োগ মুনাফা

সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডর মুনাফার হার। আজ মঙ্গলবার ব্যাংকটির অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার স্বার্থে বিনিয়োগে মুনাফার হার ১ জুলাই ২০১৮ থেকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ব্যাংকগুলোর বিনিয়োগ মুনাফা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার জন্য সম্প্রতি তাঁর দিকনির্দেশনার আলোকে ইসলামী ব্যাংক প্রথম এ উদ্যোগ গ্রহণ করে।’ এ উদ্যোগের মাধ্যমে ইসলামী ব্যাংক দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও ব্যবসা বাণিজ্যের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হিসেবে কাজ করে চলেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের শিল্প, অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানিসহ সব ক্ষেত্রে উন্নয়নের ধারা আরো বেগবান হবে বলে মনে করে ব্যাংকটি।
সংসদে বাজেট পাশ ২৮ জুন পূর্ববর্তী

সংসদে বাজেট পাশ ২৮ জুন

নতুন ২ ও ৫ টাকা মূল্যমানের নোট ইস্যু হচ্ছে আজ পরবর্তী

নতুন ২ ও ৫ টাকা মূল্যমানের নোট ইস্যু হচ্ছে আজ

কমেন্ট