জাকসু নির্বাচন : নিরাপত্তা জোরদারে জাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধ

জাকসু নির্বাচন : নিরাপত্তা  জোরদারে জাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা পরিস্থিতি জোরদারের লক্ষ্যে শনিবার (৩ মে) থেকে অনির্দিষ্টকালের জন্য বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২ মে) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে জাকসু এবং আবাসিক হল সংসদ সমূহের নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি এই সময়ে গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়।


সেই আলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে স্ব স্ব পরিচয়পত্র বহন করার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ মে থেকে শুরু হতে যাচ্ছে জাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও অনুরোধে সাড়া না দিয়ে কুয়েট শিক্ষার্থীদের অনশন অব্যাহত পরবর্তী

শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও অনুরোধে সাড়া না দিয়ে কুয়েট শিক্ষার্থীদের অনশন অব্যাহত

কমেন্ট