হানিয়া আমিরকে বাক্সভর্তি পানির বোতল পাঠালেন ভারতীয়রা

হানিয়া আমিরকে বাক্সভর্তি পানির বোতল পাঠালেন ভারতীয়রা

কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সাময়িকভাবে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার দাবিও উঠেছে নানা মহলে। এ নিয়েও চলছে আলোচনা।

এর মধ্যেই পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের কাছে ভারত থেকে গেল বেশ কয়েকটি পানির বোতল।
ভারতেও এই পাকিস্তানি অভিনেত্রীর অসংখ্য অনুরাগী। তাই হানিয়ার জন্য খানিক চিন্তিত হয়েই তাঁরা এক বাক্স পানির বোতল পাঠালেন তাঁকে। এমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।

দেখা যাচ্ছে, সেই পানিভরা বোতলের বাক্সের ওপর হানিয়া আমিরের নাম লেখা। ভারতের অনুরাগীরা তাঁকে এই উপহার পাঠাচ্ছেন, তা-ও উল্লেখ করা।
সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত হওয়ার কারণেই রসিকতা করে ভারতের অনুরাগীরা হানিয়াকে পানির বোতল পাঠিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। যদিও এই রসিকতার জন্য নেটাগরিকের একাংশের পক্ষ থেকে কটাক্ষও করা হয়েছে ।

তাঁদের মতে, এমন স্পর্শকাতর বিষয় নিয়ে এই রসিকতা মোটেই উপযুক্ত নয়।
পেহেলগাম কাণ্ডের নিন্দায় সমাজমাধ্যমে সরব হয়েছিলেন হানিয়াও। তিনি লিখেছিলেন, ‘যেকোনো স্থানের দুর্ঘটনাই আমাদের কাছে সমানভাবেই দুঃখজনক। এ ঘটনায় যে নিরীহ মানুষেরা প্রাণ হারালেন, তাঁদের জন্য আমার মন ভারাক্রান্ত।’

ভারতীয়দের মতোই তিনিও এ ঘটনায় ব্যথিত বলে জানান হানিয়া।

তিনি বলেন, ‘যন্ত্রণা, শোক ও আশা এই তিন মিলিয়ে আমরা সবাই এখন একসঙ্গে। নিরীহ প্রাণের এমন পরিণতি হলে, সেই যন্ত্রণা শুধু তাঁর একার থাকে না, সেই যন্ত্রণা আমাদের সবার হয়ে যায়। আমরা যে এলাকারই মানুষ হই না কেন, শোকের একটাই ভাষা হয়। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি।’
উল্লেখ্য, ‘মেরে হামসাফার’, ‘মুঝে পেয়ার হুয়া থা’র মতো পাকিস্তানি ছবিতে অভিনয় করে জনপ্রিয় হানিয়া।

রাজনীতি আমার দ্বারা হবে না, গুঞ্জনে পানি ঢেলে বললেন প্রীতি পরবর্তী

রাজনীতি আমার দ্বারা হবে না, গুঞ্জনে পানি ঢেলে বললেন প্রীতি

কমেন্ট