তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরো বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার
অজয়ের কারণে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে এক সহ-অভিনেতার স্ত্রী!
বলিউডে প্র্যাঙ্কবাজ হিসেবে সুপরিচিত অজয় দেবগনের একটি মজার ছলে করা কাণ্ড একসময় মারাত্মক পরিণতির দিকে গড়িয়েছিল। এক সহ-অভিনেতার স্ত্রীর সঙ্গে মজা করতে গিয়ে এমন ঘটনা ঘটিয়েছিলেন, যার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ওই নারীকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঘটনাটি নিজেই প্রকাশ্যে আনেন অজয় দেবগন। তিনি বলেন, ‘রাতে আমাদের শুটিং হতো। তখন ওদের মাত্রই বিয়ে হয়েছে। দিন হলেই স্বামীর সঙ্গে দেখা করতে আসতেন স্ত্রী।’
অজয় বলেন, ‘আমি মজা করেই ওই অভিনেতার স্ত্রীকে বলতাম, তোমার স্বামী পরকীয়া করছে! রাত্রিবেলা কোনো শুট হচ্ছে না। আমরা সবাই সাড়ে ১০টার মধ্যেই ঘরে ফিরে যাচ্ছি। কিন্তু ও কী করছে কেউ জানি না।’
আরও পড়ুন: ‘অসংখ্য শুভেচ্ছা তোমাকে’, প্রেমিকার সাফল্যে গর্বিত দেব
প্রথম দিকে ওই নারী বিষয়টি হাস্যরস হিসেবেই নিয়েছিলেন। কারণ, অজয়ের মজার স্বভাব সম্পর্কে তিনি অবগত ছিলেন। কিন্তু এই প্র্যাঙ্ক টানা আটদিন চলার পর নবম দিনেই পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। স্বামীর সঙ্গে তীব্র ঝগড়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী এবং ঘুমের ওষুধ সেবন করেন। দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। ভাগ্যক্রমে বড় কোনো বিপদ হয়নি।
অজয়ের এমন মজার ঝোঁক এখানেই থেমে থাকেনি। ‘গোলমাল ৩’-এর শুটিং সেটেও তিনি অভিনেত্রী কারিনা কাপুরকে নকল বোমা ও ভূতের ভয় দেখিয়ে প্র্যাঙ্ক করেছিলেন।
বলিউডে অজয় দেবগন এবং অক্ষয় কুমার—দুজনেই শুটিংসেটে ‘প্র্যাঙ্কবাজ’ হিসেবে বিখ্যাত। তবে কখনো কখনো এই প্র্যাঙ্ক কতটা দূর যেতে পারে, তা বোধহয় এই ঘটনাই প্রমাণ করে।
কমেন্ট