বিতর্কের মুখে এবার কন্নড় সিনেমা থেকে বাদ পড়ল সোনু নিগমের গান

বিতর্কের মুখে এবার কন্নড় সিনেমা থেকে বাদ পড়ল সোনু নিগমের গান

আবারও বিতর্কের মুখে বিপাকে পড়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। যে ঘটনার জেরে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি কন্নড় সিনেমাতে তাকে নিষিদ্ধ করার দাবিও ওঠেছে। এরই জের ধরে এবার কন্নড় সিনেমা থেকে বাদ পড়ল তার গান।


সম্প্রতি বেঙ্গালুরুর একটি কলেজ ফেস্টে পারফরম করেন সোনু নিগম। সেখানে এক শিক্ষার্থী তাকে একটি কন্নড় গান গাওয়ার জন্য জোরাজুরি করেন। এ ঘটনায় তিনি রেগে যান। রেগে গিয়ে কাশ্মীরের পেহেলগামের ঘটনার প্রসঙ্গও তুলে আনেন গায়ক।


ওই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই মন্তব্যের জন্য ব্যাপক ট্রোলিংয়ের শিকার হন সোনু নিগম। কর্ণাটকের অনেকেই মনে করছেন, এটি তাদের ভাষার প্রতি অসম্মান। এ ঘটনায় সোনুর নামে থানায় অভিযোগও করা হয়েছে।

সেই প্রেক্ষিতে বেঙ্গালুরুর পুলিশ তার বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছে।

এবার সেই ঘটনার জেরে সোনুর গান বাদ দেওয়া হয়েছে কন্নড় এক সিনেমা থেকে। ‘নিউজ ১৮’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, গায়কের মন্তব্যের জন্য কন্নড় সিনেমা ‘কুলাদাল্লি কিলিয়াভুডো’ থেকে তার গানটি সরিয়ে ফেলা হয়েছে।

‘কুলাদল্লি কিলিয়াভুডো’র নির্মাতারা একটি বিবৃতিতে জানিয়েছে যে সিনেমাটি থেকে সোনুর গানটি সরিয়ে ফেলা হয়েছে। তাদের বিবৃতিতে লেখা হয়, ‘কোনও সন্দেহ নেই যে সোনু নিগম একজন ভালো গায়ক।

কিন্তু, সম্প্রতি একটি কনসার্টে তিনি যেভাবে কন্নড় ভাষা সম্পর্কে কথা বলেছেন তাতে আমরা খুবই মর্মাহত। সোনু নিগম কন্নড়দের যে অপমান করেছেন তা আমরা সহ্য করতে পারছি না, তাই আমরা গানটি সরিয়ে ফেলেছি।’

 
কে রামনারায়ণ পরিচালিত এই সিনেমায় সোনু নিগম ‘মনসু হাডতাদে’ গানটি গেয়েছিলেন। মনোমূর্তি সুর করেছেন এবং যোগরাজ ভাট লিখেছেন। এক মাস আগে মুক্তি পাওয়া এই গান বেশ জনপ্রিয়তাও লাভ করেছিল। এখনও সোনুর ইউটিউব চ্যানেলে এই গানটি রয়েছে। সিনেমার নির্মাতারা এখন গানটি ফের রেকর্ড করার জন্য গায়ক চেতনকে নিয়েছেন। প্রযোজক সন্তোষ কুমারও ভবিষ্যতের আর কোনও প্রোজেক্টে সোনুর সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তা ঘোষণাও করেছেন।

 

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে অভিনেতা সিদ্দিক কারাগারে পরবর্তী

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে অভিনেতা সিদ্দিক কারাগারে

কমেন্ট