ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন এলাকা ‘ব্লকেড’
সব জায়গায় ‘কাস্টিং কাউচ’ আছে : অনু আগারওয়াল
নব্বইয়ের দশকের সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে ব্যাপক ঝড় তোলেন অনু আগারওয়াল ১৯৯০ সালে ‘আশিকি’ সিনেমাট মুক্তি পাওয়ার পর থেকেই রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন এ নায়িকা। সিনেমাটি এতটাই হিট হয় যে এর নায়ক-নায়িকাদের ফ্যাশন অনুসরণ করতে পাগল হয়ে গিয়েছিল সেই সময়ের তরুণরা। অথচ এমন হিট উপহার দেওয়ার পরও রহস্যময়ভাবে শেষ হয়ে গিয়েছিল নায়িকা অনু আগরওয়ালের ক্যারিয়ার। অনেকেই ভাবেন কাস্টিং কাউচের জন্য অনুর ক্যারিয়ার শেষ হয়।
তবে বিষয়টি মানতে নারাজ এ অভিনেত্রী।
সম্প্রতি পিঙ্কভিলার সঙ্গে এক সাক্ষাৎকারে বলিউডের নানান বিষয় নিয়ে কথা বলেছেন অনু। মুখ খুলেছেন ফিল্ম ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়েও। অনুকে প্রশ্ন করা হয়, তিনি কি কখনও ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের মুখোমুখি হননি? উত্তরে অনু জানান, তার কখনও এমন অভিজ্ঞতা হয়নি।
অনু আগরওয়াল বলেন, ‘আমার প্রথম সিনেমা ছিল মহেশ ভাটের সঙ্গে। তিনি এমন একজন ব্যক্তিত্ব, যিনি নিজের মতো করে ছবি বানান। আমি উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সব পরিচালকের সঙ্গেই আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
আমার সঙ্গে কোথাও কোনও কাস্টিং কাউচ, বিছানায় যাওয়া, হ্যাঙ্কি-প্যাঙ্কি (হিংসা-বিদ্বেষ বলতে চেয়েছেন) এসব কিছু ছিল না।’
দুই বছর আগে অনুর এজেন্ট হেসে বলছিলেন, ‘অনুর নিজস্ব কাস্টিং কাউচ আছে। পরিচালক যখন আসেন, তখন তিনি বলেন শুয়ে পড়ুন।’ এরপরই তিনি হেসে বলেন এটা কিন্তু শুধুই মজা করে বলছিলাম।’
কাস্টিং কাউচের প্রসঙ্গে অভিনেত্রী আরো বলেন, ‘কাস্টিং কাউচ কোথায় নেই? ব্যাঙ্ক থেকে কর্পোরেট হাউস এবং এ জাতীয় নানান জায়গাতেই কাস্টিং কাউচ থাকে।
কী বলছে আপনি! আমরা কেন দেখনাদারি করছি? সব জায়গায় কাস্টিং কাউচ আছে। জীবনের সূচনালগ্ন থেকেই পুরুষ ও নারী উভয়ই আছে, তাদের মিলন সকলেরই কাম্য। এটাই পৃথিবীর সমগ্র ইতিহাস।’ প্রশ্ন তুলে অভিনেত্রী আরও বলেন, ‘তাহলে ওটা কি খারাপ? খারাপ তখনই হয়, যখন কেউ নিজের সম্ভাবনাকে কাজে লাগায় না।’
আশিকি’র পর ‘গজব তামাসা’, ‘কিং আঙ্কেল’, ‘রাম সস্ত্র’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন অনু। তার অভিনীত শেষ সিনেমা ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘রিটার্ন অফ জুয়েল থিফ’। ১৯৯৯ সালে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন নায়িকা। একটানা ২৯ দিন কোমায় ছিলেন অনু আগারওয়াল। এরপর আর কখনও বড় পর্দায় দেখা যায়নি আশিকি খ্যাত অভিনেত্রীকে।
কমেন্ট