ইমরান হাশমির কাছে যা চাইলেন পুনম

ইমরান হাশমির কাছে যা চাইলেন পুনম

বলিপাড়ায় মাঝে মধ্যেই আলোচনা-সমালোচনার খরাকে পরিণত হন জনপ্রিয় অভিনেত্রী পুনম পান্ডে। কখনো নিজেকে মৃত ঘোষণা করে চাঞ্চল্য ছড়িয়েছেন, কখনো নামমাত্র পোশাকে রাস্তায় বেরিয়ে হইচই ফেলে দিয়েছেন; আবার কখনো বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়েও সাবেক স্বামীকে পুলিশে ধরিয়ে দিয়ে আলোচনায় আসেন। 

এমনিতেই সামাজিক মাধ্যমে তার ছড়ানো ভিডিও হিল্লোল তোলে পুরুষের হৃদয়ে। মাসকয়েক আগেই তিনি রাস্তায় বেরোতেই তার সঙ্গে ছবি তোলার ছুঁতোয় চুম্বন দিতে এগিয়ে আসেন এক অনুরাগী। কিন্তু পুনম পান্ডে চুম্বন চান ইমরান হাশমির কাছ থেকে। কিন্তু কেন?

কারণ বলি অভিনেতা ইমরান হাশমির নামের সঙ্গে জুড়ে রয়েছে ‘সিরিয়াল কিসার’ তকমা। প্রথম দিকের প্রায় প্রতিটি সিনেমাতেই নায়িকাদের ঠোঁটঠাসা চুমু খেয়েছিলেন অভিনেতা। অথচ বাস্তবে তার জীবন শুধুই তার স্ত্রীকেন্দ্রিক। কোনো নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনও শোনা যায়নি অভিনেতার। কিন্তু পর্দায় চুম্বন দৃশ্যের জন্য তিনি রাজা। তাকে ‘চুম্বনের রাজা’ও বলা হয়ে থাকে। পুনমের একটা চুমুর চাহিদা ইমরানের কাছ থেকে।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পুনম পান্ডে বলেন, আমি ওকে বলতে চাই— তুমি কি আমাকে চুমু খেতে পারবে? যদিও পুনমের এহেন দাবি শুনে এখনো সাড়া দেননি নায়ক।

সালমানের বাড়ির নিরাপত্তা ভাঙার চেষ্টা, যুবক ও নারী গ্রেফতার পরবর্তী

সালমানের বাড়ির নিরাপত্তা ভাঙার চেষ্টা, যুবক ও নারী গ্রেফতার

কমেন্ট