ছেলেকে নিয়ে বড় প্রশ্নের উত্তর দিলেন দেবলীনা
দীর্ঘদিনের প্রেমিক শেহনওয়াজ শেখের সঙ্গে ২০২২ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা। তার পর থেকে ক্যারিয়ার আর সংসার— দুটোই সমান তালে সামলাচ্ছেন তিনি। ভিন্নধর্মে বিয়ে করার জন্য সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকারও হতে হয়েছিল দেবলীনাকে। স্বামীর রূপ নিয়ে কম কটূক্তি সহ্য করেননি অভিনেত্রী। এখন কটূক্তির শিকার হচ্ছেন সন্তানের নাম নিয়ে।
যদিও সমালোচনায় চুপ করে যাওয়ার পাত্রী নন দেবলীনা। বরাবর পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী। গত বছর ১৮ ডিসেম্বর পুত্রসন্তানের জন্ম দেন দেবলীনা। ছেলের নাম রেখেছেন জয়। যদিও নামের পাশে কোনো পদবি যোগ করেননি তিনি। কিন্তু ছেলে কোন ধর্ম পরিচয়ে বড় হবে সেই নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই। অবশেষে মুখ খুললেন দেবলীনা।
এ প্রসঙ্গে দেবলীনা বলেন, তার ছেলের কাছে সব থেকে বড় ধর্ম হবে মনুষ্য ধর্ম।
তিনি বলেন, আসলে ধর্ম খুব সুন্দর একটা ধারণা। কিন্তু কিছু মানুষ ভাবে— ধর্ম হয়তো একটাই। আমাদের সন্তানকে আমরা ভারতীয় হিসেবে বড় করে তুলব। কোনো একটা ধর্ম নয়, আমাদের দুজনের ধর্ম থেকেই কিছু না কিছু শিখবে সে।
কমেন্ট