জনসমক্ষে ‘অপমানিত’ জাহ্নবী, যা বললেন পরিচালক নীরজ

জনসমক্ষে ‘অপমানিত’ জাহ্নবী, যা বললেন পরিচালক নীরজ

শুরু হয়েছে ৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব’। গত ১৩ মে থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামীকাল শনিবার (২৪ মে) পর্যন্ত। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা গেছে বলিউডের বেশ কিছু তারকাকে। এ বছরও সেই আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। কার কেমন সাজ-পোশাক তা নিয়ে উৎসুক থাকেন দর্শকরাও। এবারও ব্যতিক্রম নয়। কান উৎসব শেষের পথে। এর মধ্যেই বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর থেকে ঐশ্বরিয়া রাই বচ্চনকে ইতোমধ্যে দেখে ফেলেছেন অনুরাগীরা। উৎসবে পা রেখেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরও। সেখানে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন শ্রীদেবীকন্যা। 

এ নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হন জাহ্নবী কাপুর। তারকাসন্তান হওয়ার জন্য তাকে নিয়ে ভ্রূ কুঁচকেছেন অনেকেই। কখনো আবার চেহারার গড়ন, কখনো বা তার অভিনয়ের জন্য নানা বাক্যবাণে বিদ্ধ হন শ্রীদেবীকন্যা।

এদিকে জনসমক্ষে জাহ্নবী কাপুরকে অপমান করা হয়েছে বলে দাবি করলেন পরিচালক নীরজ ঘেওয়ান। নীরজের ছবি ‘হোমবাউন্ড’ প্রদর্শিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। এতে অভিনয় করেছেন জাহ্নবীও। কানের লালগালিচায় জাহ্নবীর পাশে দেখা গেছে পরিচালককেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে নিয়ে কথা বলেন নীরজ ঘেওয়ান।

সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। কিন্তু ‘হোমবাউন্ড’ নাকি জাহ্নবীর প্রতি সব ধারণা বদলে দেবে। নীরজ বলেন, জনসমক্ষে অপমান করা হয়েছে জাহ্নবীকে। তীব্র কটাক্ষের শিকার ও। কিন্তু এ সিনেমায় ওর সত্যিকারের প্রতিভা দেখতে পাবেন সিনেমাপ্রেমীরা। দর্শক এই সিনেমা দেখলেই বুঝবেন— ও কতটা প্রতিভাময়ী। এই সিনেমার শুটিং চলাকালীন বাবাসাহেব অম্বেডকরের ‘অ্যানিহিলিশন অফ কাস্ট’ বইটি জাহ্নবীকে উপহার দিয়েছিলেন নীরজ। পরিচালক বলেন, বইটি পেয়ে শামুকের গর্তে ঢুকে গিয়েছিল জাহ্নবী।

অন্যদিকে এ সিনেমার প্রযোজক করণ জোহর বলেন, পরিচালকের সঙ্গে ১০ দিনের ওয়ার্কশপ করেছিলেন জাহ্নবী। এই সময়টায় জাহ্নবী মনে করতেন— তিনি কোনো মনোবিদের সঙ্গে রয়েছেন। নিজের মনের অন্দরেও নানা পরিবর্তন দেখেছেন তিনি। করণ আরও বলেন, জাহ্নবী এখনো বলে— ওই সাত-আট দিন ওর জীবনের সেরা সময় কেটেছে।

এ মুহূর্তে ‘হোমবাউন্ড’ সিনেমার কাজেই ব্যস্ত জাহ্নবী। এ সিনেমায় ফুটে উঠবে উত্তর-পূর্ব ভারতের এক গ্রামের কাহিনি। এ সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত হচ্ছে। প্রযোজক হিসাবে যোগ দিয়েছেন মার্টিন স্করসেসি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় নিজের ছবি ‘হোমবাউন্ড’-এর বিশেষ প্রদর্শনী। সেখানেই সহ-অভিনেতা ঈশান খট্টর, বিশাল জেঠওয়াকে পাশে নিয়ে লালগালিচায় দেখা গেল জাহ্নবীকে। সঙ্গে ছিলেন ছবির পরিচালক নীরজ ঘেওয়ান ও প্রযোজক করণ জোহরও। প্রথম থেকেই নজর কাড়ে জাহ্নবীর উজ্জ্বল গোলাপি পোশাক। এদিন জাহ্নবীর পরনে ছিল তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক। ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য। গলায় মুক্তার মালা। কিন্তু তার সাজের সব থেকে আকর্ষণীয় বিষয়টি ছিল ঘোমটায়। ঘাগরা ও করসেটের মতো পোশাক পেঁচিয়ে ছিল একটি ওড়না। একেবারে ভারতীয় নারী। সবই ঠিক ছিল। কিন্তু বিপত্তি ঘটাল জাহ্নবীর পোশাক নিয়ে। এ বছরের কানে নিয়মের কড়াকড়ি। সেখানেই একটি নিয়ম ছিল— লম্বা ফ্রিল-যুক্ত পোশাক পরা যাবে না। উৎসবকর্তাদের দাবি, এ ধরনের পোশাক পরলে তা কর্তব্যরত কর্মীদের ভিড় সামলাতে বাধা সৃষ্টি করে। পাশাপাশি লুমিয়ের গ্র্যান্ড থিয়েটারে প্রবেশের জন্যও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। কিন্তু জাহ্নবীর পোশাক সেই নিয়ম ভেঙেছে। এর ফলে অভিনেত্রীর পোশাক দুই হাতে করে তুলে বয়ে বেড়াতে হয় ‘হোমবাউন্ড’ ছবির পরিচালক নীরজকে। পরে অবশ্য সহ-অভিনেত্রীর পোশাক সামাল দিতে মাঠে নামতে হয় ঈশানকেও।

ছেলেকে নিয়ে বড় প্রশ্নের উত্তর দিলেন দেবলীনা পরবর্তী

ছেলেকে নিয়ে বড় প্রশ্নের উত্তর দিলেন দেবলীনা

কমেন্ট