প্রধান উপদেষ্টা পদত্যাগ করছে না, আমাদের সঙ্গেই থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা
অক্ষয়ের সাইনিং মানির টাকা সুদসহ ফেরত দিলেন পরেশ রাওয়াল
‘হেরা ফেরি ৩’ সিনেমা ঘিরে অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালের বহু বছরের বন্ধুত্বে চিড় ধরল। অভিনেতার নতুন পদক্ষেপে সম্পর্কের সুতাটাও যেন এবার ছিঁড়ে গেল। কিছু অংশের শুট করার পর পরেশ রাওয়াল সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ছবির জন্য সাইনিং মানি হিসেবে ১১ লাখ রুপি নিয়েছিলেন তিনি।
কিন্তু হঠাৎ সরে দাঁড়ানোয় বেশ বিরক্ত হন ছবিটির অভিনেতা-প্রযোজক অক্ষয় কুমার, ক্ষতির মুখে পড়েন।
এরপরই পরেশের বিরুদ্ধে ২৫ কোটি রুপির মামলা দায়ের করে অক্ষয়ের প্রযোজনা সংস্থা। সেই সঙ্গে পারিশ্রমিক নেওয়ার কথাও উল্লেখ করে তারা। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই সুদসহ সাইনিং মানির ১১ লাখ রুপি ফেরত দিয়েছেন পরেশ।
শোনা গেছে, ছবিটির জন্য পরেশ রাওয়ালকে ১৫ কোটি রুপিতে চুক্তিবদ্ধ করা হয়েছিল। সাইনিং মানি হিসেবে ১১ লাখ পেলেও সিনেমাটি মুক্তির পর বাকি টাকা পেয়ে যেতেন।
‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় ছবিটি পরিচালনা করছেন বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন। তবে এবার প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার কাছ থেকে স্বত্বাধিকার কিনে নিয়েছিলেন অক্ষয়।
তৃতীয় ছবিটি তাঁর প্রযোজনায় তৈরি হচ্ছিল।
গত এপ্রিল মাসেই অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালকে নিয়ে শুটিং শুরু হয়ে গিয়েছিল। এরই মধ্যে হঠাৎ পরেশ ঘোষণা করেন তিনি ছবিটি থেকে সরে দাঁড়াচ্ছেন। স্পষ্ট করে দেন, কাজ নিয়ে বা অর্থ সংক্রান্ত কোনও মতবিরোধ ঘটেনি তাঁর সঙ্গে। সূত্রের খবর, প্রায় তিনগুণ পারিশ্রমিক পাচ্ছিলেন পরেশ এই ছবির জন্য।
কমেন্ট