অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিষেক বচ্চন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিষেক বচ্চন

হাউসফুল ৫’-এর প্রচার নিয়ে এখন ব্যস্ত রয়েছেন অভিষেক বচ্চন। শুধু একা অভিষেক নন, অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, চাঙ্কি পাণ্ডেরাও রয়েছেন এই ছবিতে। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে পৌঁছেই বিপদে পড়েছিলেন অভিনেতা।

গত কয়েক দিনের ভারি বৃষ্টিতে জলমগ্ন মুম্বাই শহর।


ইতিমধ্যে রেড অ্যালার্টও জারি করা হয়েছে শহরে। এর মধ্যেই ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে কালো স্যুট পরে মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন অমিতাভপুত্র। সেখানেই ঘটে অঘটন। অল্পের জন্য রক্ষা পান অভিনেতা।

প্রেক্ষাগৃহের সিঁড়ি দিয়ে নামার সময় মাথার ওপর চাঙর ভেঙে পড়ে অভিনেতার। যদিও অভিষেক সিঁড়িতে পা বাড়ানোর আগেই এমন কাণ্ড ঘটে যায়। ফলে আঘাত পাননি তারকা। তবে নিজে দাঁড়িয়ে থেকে গোটা দর্শক আসন খালি করে অন্যত্র সবাইকে সরান।

 

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ভারত ছাড়লেন ‘মিস ইংল্যান্ড’ পূর্ববর্তী

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ভারত ছাড়লেন ‘মিস ইংল্যান্ড’

‘ভারত’ সিনেমায় অভিনয় করতে প্রিয়াঙ্কা হাজারবার ফোন করেছিলেন : সালমান পরবর্তী

‘ভারত’ সিনেমায় অভিনয় করতে প্রিয়াঙ্কা হাজারবার ফোন করেছিলেন : সালমান

কমেন্ট