সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হবে : পররাষ্ট্র উপদেষ্টা
যে কারণে প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ
ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী অরিজিৎ সিং সম্প্রতি জানিয়েছেন, তিনি আর প্লেব্যাক গান করবেন না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে এক ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। গায়কের হঠাৎ প্লেব্যাক ধেকে সরে দাঁড়ানো নিয়ে ভক্ত-অনুরাগীদের চোখেমুখে রীতিমতো বিস্ময় কাজ করছে।
গানের ক্যারিয়ারে সিনেমায় গেয়েই খ্যাতির চূড়ায় পৌঁছান অরিজিৎ। অথচ মাত্র ৪০ বছর বয়সেই কিনা সিনেমায় গান করা থেকেই সরে দাঁড়ালেন! এত অল্প বয়সেই কেন এমন সিদ্ধান্ত তার, তা নিয়েই মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
অবশ্য এই জাদুকরী কণ্ঠের গায়ক তার স্ট্যাটাসে এটাও জানিয়েছেন যে, সংগীতের সঙ্গে তার সম্পর্ক অটুট থাকবে এবং নিয়মিত সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করে যাবেন। কেবল বড় পর্দার জন্য আর গাইবেন না।
তবে এই কণ্ঠশিল্পীর ঘনিষ্ঠজনদের থেকে জানা গেছে, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেননি অরিজিৎ। এছাড়াও এমন পদক্ষেপের নেপথ্য কারণ কী তা নিয়েও মুখ খুলেছেন তারা।
অরিজিৎ তার ক্যারিয়ারে শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ থেকে শুরু করে অনুরাগ বসুর ‘বারফি’ সহ উল্লেখযোগ্য সংখ্যক সিনেমায় গান গেয়েছেন। গানগুলো ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে।
গায়কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পরিচালক অনুরাগ বসু বলেন, ‘সারা বিশ্বের মানুষ হয়তো এই সিদ্ধান্তে অবাক হতে পারে, কিন্তু তার সিদ্ধান্তে আমি মোটেই অবাক নই। আমি বহুদিন ধরেই জানি, অরিজিৎ কতটা প্রতিভাবান এবং গান ছাড়াও জীবনে সে আরও অনেক কিছু করতে চায়।’
তিনি আরও বলেন, ‘আমি জানি, অরিজিৎ সিং চলচ্চিত্র নির্মাণ নিয়ে ভীষণ আগ্রহী। এমনকি 'বারফি' সিনেমা বানানোর সময়ও অরিজিৎ আমাকে অনুরোধ করেছিল, সে আমার সহকারী হিসেবে কাজ করতে চায়। সে একটি স্কুল খুলতে চায় এবং শিশুদের সঙ্গে সময় কাটাতে চায়। তার আরও অনেক পরিকল্পনা রয়েছে, যা আমাদের সামনে তার একেবারে ভিন্ন দিক তুলে ধরবে।’
এছাড়াও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, অরিজিৎ সিং একজন পরিচালক হিসেবে তার প্রথম হিন্দি ছবির কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছেন। জঙ্গল অ্যাডভেঞ্চারধর্মী এই ছবিতে মুখ্য চরিত্রে আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। বর্তমানে শান্তিনিকেতনে ছবিটির শুটিং চলছে। এর চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন অরিজিৎ সিং এবং তার স্ত্রী কোয়েল সিং।
অরিজিৎ-এর এমন সিদ্ধান্ত প্রসঙ্গে জনপ্রিয় সংগীত পরিচালক সুলেমান বলেন, ‘চলচ্চিত্র নির্মাণ অরিজিতের বহুদিনের লালিত স্বপ্ন, যেটার ওপর সে এখন পুরোপুরি মনোযোগ দিতে চায়। সে ভীষণ উচ্চাকাঙ্ক্ষী মানুষ, আর আমি তার সিদ্ধান্তকে সম্মান করি।’
কণ্ঠশিল্পীর পারিবারিক বন্ধু ও মুর্শিদাবাদের বাসিন্দা অনিলাভ চট্টোপাধ্যায় বলেন, ‘এই মুহূর্তে অরিজিৎ একটি হিন্দি ও একটি বাংলা ছবি নিয়ে ব্যস্ত এবং দুটি ছবির শুটিংই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলছে।’
জানা যায়, সিনেমার প্রতি অরিজিৎ সিংয়ের এই ব্যাপক আগ্রহের পেছনে অন্যতম বড় প্রভাবক হিসেবে কাজ করেছে সত্যজিৎ রায়ে চলচ্চিত্র।এই সংগীত শিল্পী ক্যারিয়ারে দুই বার জাতীয় পুরস্কার এবং আটবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।
কমেন্ট