কৃষক-শ্রমিকের কথা সরকারের কাছে পৌঁছাতে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দরকার: তারেক রহমান
ডেসটিনির পরিচালকের জামিন আবেদন নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ
অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে কলাবাগান থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ডেসটিনির পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. দিদারুল আলমের জামিন আবেদন নিয়ে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
আদালতে আজ দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ।
আদালতের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ডেসটিনির পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. দিদারুল আলমের জামিন আবেদন মঞ্জুর করে ছয় মাসের জামিন দেন। অপরদিকে, কনিষ্ঠ বিচারপতি এস এম মজিবুর রহমান দ্বিমত পোষণ করে খারিজ করে দেন।
মমালার বিবরণে জানা যায়, ৭৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় গ্রেপ্তার হওয়া ডেসটিনির পরিচালক দিদারুল আলমকে ২০১২ সালের ২০ অক্টোবর রাজধানীর মহাখালী ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০১২ সালের ৩০ জুলাই দুদকের উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদি হয়ে রফিকুল আমীন, ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদসহ ২২ জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে কলাবাগান থানায় মামলা করেন।
কমেন্ট