মো: সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নাম ঘোষণার প্রক্রিয়া বৈধ: হাইকোর্ট

মো: সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নাম ঘোষণার প্রক্রিয়া বৈধ: হাইকোর্ট

মো: সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নাম ঘোষণার প্রক্রিয়া বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (১৫ মার্চ) বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ প্রসঙ্গে দুটি রিটই খারিজ করে এ আদেশ দেন।

গত ১২ মার্চ মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনতে বিব্রতবোধ করেন হাইকোর্ট। এ সময় রিট আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠান আদালত। পরে নতুন করে বেঞ্চ গঠন করেন আদালত।

এ বিষয়ে আইনজীবী এম এ আজিজ খান বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার বলেছেন—মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, তাকে নিয়োগ দেওয়া হয়নি। এ বক্তব্য সঠিক নয়। এক্ষেত্রে নির্বাচন আর নিয়োগের মধ্যে কোনো পার্থক্য নেই। এ কারণে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ ও গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে রিট করেছি।’

গত ২৬ ফেব্রুয়ারি মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন প্রক্রিয়া যথাযথ হয়নি দাবি করে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান।

গত ১৩ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত বিচারক ও দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৭ ধারা অনুসারে তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

নবম ওয়েজবোর্ডে আয়কর-আনুতোষিক নিয়ে মন্ত্রিসভা কমিটির সুপারিশ অবৈধ পরবর্তী

নবম ওয়েজবোর্ডে আয়কর-আনুতোষিক নিয়ে মন্ত্রিসভা কমিটির সুপারিশ অবৈধ

কমেন্ট