
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি ১৯৮২ সালের একটি অর্ডিন্যান্স ছিল। সামরিক শাসনামলের আইন হওয়ায় ও বাংলায় করার বাধ্যবাধকতা অনুযায়ী এটি আনা হয়েছে। এখন মূলত ইংরেজি আইনটি বাংলায় করা হয়েছে।
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল কার্যকর আছে জানিয়ে তিনি সচিব বলেন, এ পর্যন্ত ৫ হাজার ১৫০ জন ভেটেরিনারি সার্জেন্ট গ্রাজুয়েটকে রেজিস্ট্রেশন দিয়েছে।
এছাড়া, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিব বলেন, নতুন আইনটি মূলত ১৯৭৭ সালের যে অর্ডিন্যান্স সেটাকে পুনস্থাপন করার জন্য। মন্ত্রিসভা ও সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হল যে আইনগুলো সামরিক শাসনামলে হয়েছে সে আইনগুলো পুনস্থাপন করতে হবে। সেই বাধ্যবাধকতায় এ আইনটি আনা হয়েছে। নতুন আইনে তেমন কোন বড় পরিবর্তন করা হয়নি। ইংরেজি আইনটি বাংলা করা হয়েছে।
তিনি আরো জানান, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের প্রধানের বর্তমান পদবি পরিচালক। নতুন আইনে এটাকে মহাপরিচালক পদে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। পরিচালনা পরিষদটি সুবিন্যস্ত করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী হবে এ পরিষদের চেয়ারম্যান। এ কমিটির মোট সদস্য সংখ্যা ২০ জন। মনোনীত সদস্যরা ২ বছরের জন্য কাজ করবেন। এ কমিটি বছরে কমপক্ষে বছরে দুইবার সভা করবে। এছাড়া দৈনন্দিন কার্যক্রম চালিয়ে নিতে নতুন আইন অনুযায়ী মহাপরিচালকের নেতৃত্বে একটি নির্বাহী কমিটিও থাকবে বলেও জানান তিনি।
কমেন্ট