চট্টগ্রামে বস্তিতে আগুন : তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামে বস্তিতে আগুন : তদন্ত কমিটি গঠন

agun1 চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন মাইল্ল্যার বিল বস্তিতে বৈদ্যুত্যিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুনে একটি মসজিদ, একটি মাদ্রাসা, ৬টি কাঁচা ঘর, ১৪টি সেমিপাকা ঘর ও ৬টি দোকান পুড়ে যায়। গত রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চন্দনপুরা, লামার বাজার, বন্দর ও আগ্রাবাদ ইউনিটের ১৭টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এই বস্তিতে ২৬ জন মালিকের প্রায় এক হাজার ছোট বাসা ছিল। এছাড়া ১৫টি দোকানও ছিল। সব মিলে কয়েক হাজার মানুষ বাস করে এ বস্তিতে। বস্তির বাসিন্দা জমিলা বেগম বলেন, ২০০৭ সাল থেকে এই বস্তিতে থাকি। কিন্তু আগুন আমার সব কেড়ে নিয়েছে। আগুনের কথা শুনে শিশুপুত্র ইকবালকে নিয়ে কোনোমতে বস্তি থেকে বের হতে সক্ষম হয়েছি। ফায়ার সার্ভিসের ডিস্ট্রিক্ট ইনচার্জ জসিম উদ্দিন বলেন, অপরিকল্পিতভাবে গড়ে উঠা এই বস্তিতে প্রায় এক হাজার ছোট বাসা আছে। কিন্তু ভেতরে প্রবেশের রাস্তাগুলো খুবই সরু। একজনের বেশি মানুষ হাঁটা যায় না। ফলে আগুন নিয়ন্ত্রণে প্রচুর বেগ পেতে হয়েছে। তিনি বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি কাজ শুরু করবে।
সুন্দরগঞ্জে এমপি লিটনের মরদেহ পূর্ববর্তী

সুন্দরগঞ্জে এমপি লিটনের মরদেহ

শাহজালালে অবৈধ মালামাল জব্দ পরবর্তী

শাহজালালে অবৈধ মালামাল জব্দ

কমেন্ট