সুন্দরগঞ্জে এমপি লিটনের মরদেহ

সুন্দরগঞ্জে এমপি লিটনের মরদেহ

483277058-1 নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মরদেহ ঢাকা থেকে সুন্দরগঞ্জে পৌঁছেছে। সোমবার দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টারে করে মরদেহটি নিয়ে সুন্দরগঞ্জে পৌঁছান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। এর আগে, সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণপ্লাজায় এমপি লিটনের দ্বিতীয় জানাজা হয়। এছাড়া ঢাকায় আনার আগে রবিবার দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল মাঠে এমপি লিটনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রসঙ্গত, গত শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে লিটনকে তার বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বঙ্গভবনে জেপি পূর্ববর্তী

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বঙ্গভবনে জেপি

চট্টগ্রামে বস্তিতে আগুন : তদন্ত কমিটি গঠন পরবর্তী

চট্টগ্রামে বস্তিতে আগুন : তদন্ত কমিটি গঠন

কমেন্ট