দেশজুড়ে শৈত‌্যপ্রবাহের শঙ্কা জানুয়ারিতে

দেশজুড়ে শৈত‌্যপ্রবাহের শঙ্কা জানুয়ারিতে

01 দেশজুড়ে জানুয়ারি মাসে শৈত‌্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি সোমবার চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার কথা বলেছে। কমিটির বৈঠক শেষে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ‌্যাঞ্চলে একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) এবং অন‌্যত্র দুয়েকটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের শৈত‌্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়াবিদরা মনে করছেন এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে্ । চলতি শীত মৌসুমে ইতোমধ‌্যে এক দফা মৃদু শৈত‌্যপ্রবাহ বয়ে গেছে। তবে মধ‌্য ডিসেম্বরে ওই শৈত‌্যপ্রবাহের আাঁচ ততোটা অনুভব করেননি ঢাকাবাসী। এর কারণ হিসেবে এবার ডিসেম্বরে সাইবেরীয় উচ্চ চাপ বলয় ও উত্তর-পশ্চিমা শক্তিশালী বায়ুপ্রবাহের (জেড বায়ু) দুর্বলতা এবং দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় নাদার প্রভাবের কথা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক।
ডিসিসি মার্কেট ভবনের কাঁচাবাজার অংশ ধসে পড়েছে পূর্ববর্তী

ডিসিসি মার্কেট ভবনের কাঁচাবাজার অংশ ধসে পড়েছে

আড়াই ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল স্বাভাবিক পরবর্তী

আড়াই ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল স্বাভাবিক

কমেন্ট