ডিসিসি মার্কেট ভবনের কাঁচাবাজার অংশ ধসে পড়েছে

ডিসিসি মার্কেট ভবনের কাঁচাবাজার অংশ ধসে পড়েছে

fire541483421225 গুলশান-১ নম্বর ডিসিসি মার্কেটে লাগা ভয়াবহ আগুনে মার্কেটের কাঁচাবাজার সাইটের তিন তলা ভবনটি ধসে পড়েছে। তবে প্রথমিক ভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তাদের সহয়তা করার জন্য পুলিশের সদস্যরা নিয়োজিত রয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উপপরিচালক সমরন্দ্র নাথ বলেন, ‘আপাতত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এরপরই আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’ ঘটনার পর পরই মার্কেটের ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসেন। অনেকেই বিলাপ করছিলেন। কেউ বা আবার আগুনের মধ্যে দোকানের যাওয়ার চেষ্টা করছিলেন। ফয়জুর রহমান নামের এক ব্যবসায়ী রাইজিংবিডিকে বলেন, ‘তিন তলায় তার কাঁচা তরকারি এবং প্রয়োজনীয় জিনিসের দোকান ছিল। শুধু মালামালই নয়, কয়েক দিনের বেচা-কেনার টাকাও ছিল। সব পুড়ে গেছে।’ তিনি আরো বলেন, ‘এ দোকান দিয়েই পরিবার কোনো রকম চলত। কিন্তু এখন কী করব। আগুনে সবই পুড়ে গেছে।’ পুরো তিন তলা কাঁচাবাজারে ফয়জুর রহমানের মতো শতাধিক দোকানদারের দোকান ছিল। সবার সব কিছু পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত আড়াইটায় গুলশানের ডিসিসি মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে।
রাজধানীসহ সারা দেশ  ৫.৩ মাত্রার ভূমিকম্প পূর্ববর্তী

রাজধানীসহ সারা দেশ ৫.৩ মাত্রার ভূমিকম্প

দেশজুড়ে শৈত‌্যপ্রবাহের শঙ্কা জানুয়ারিতে পরবর্তী

দেশজুড়ে শৈত‌্যপ্রবাহের শঙ্কা জানুয়ারিতে

কমেন্ট