‘বিএনপির আগামী নির্বাচনে জেতার আশা বিলীন হয়ে গেছে’

‘বিএনপির আগামী নির্বাচনে জেতার আশা বিলীন হয়ে গেছে’

44444 আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের আশা বিলীন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপারাজেয় বাংলার সামনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। এছাড়াও ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে বিএনপির আগামী নির্বাচনে জয়ের আশা বিলীন হয়ে গেছে। এখন তারা আবোল তাবোল বকছে। এজন্য তাদের সব বক্তব্যের জবাব দেওয়ার দরকার নেই।
সড়ক দুর্ঘটনায় ২০১৬ সালে নিহত হয়েছে ৬০৫৫ জন পূর্ববর্তী

সড়ক দুর্ঘটনায় ২০১৬ সালে নিহত হয়েছে ৬০৫৫ জন

৮ জানুয়ারি গাইবান্ধার এসপিকে আদালতে হাজিরের নির্দেশ পরবর্তী

৮ জানুয়ারি গাইবান্ধার এসপিকে আদালতে হাজিরের নির্দেশ

কমেন্ট