
রাজধানীর গুলশান১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে (সাবেক ডিসিসি মার্কেট) ধরা আগুন নিয়ন্ত্রণে আসার খবরের পরও ধোঁয়া বের হতে দেখা গেছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকেও মার্কেটটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
অথচ গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেন ডিএনসিসির মেয়র আনিসুল হক ও ফায়ার সার্ভিস।
এর আগে গত সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে মার্কেটটির একাংশ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় ১৬ ঘণ্টা পর গত সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়। কিন্তু আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকেও ওই মার্কেটের বিভিন্ন অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ভবনটির ভেতরে এখনো কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
একজন দোকানের মালিক জানান, এমআর এন্টারপ্রাইজ নামে তাঁর একটি কসমেটিকসের দোকান ছিল, যা আগুনে পুরোপুরি ছাই হয়ে গেছে। এতে তাঁর প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
মার্কেটের ভেতরে এখন হয়তো কিছু অংশে আগুন জ্বলছে, এ কারণে আজো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।
তবে এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাঁরা কেউই আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।
তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ফায়ার সার্ভিস এখন পর্যন্ত ওই মার্কেটে আগুন নেভানোর কাজ করে যাচ্ছে।
কমেন্ট