শিমুলিয়া-কাওরাকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া-কাওরাকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

55 ঘন কুয়াশায় মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ হওয়ায় মাঝপদ্মায় পণ্য ও যাত্রীবাহী যানবাহন নিয়ে নোঙর করেছে চারটি ফেরি। বিআইডব্লি­উটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, ভোরের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। ফেরিতে থাকা বিকন বাতি পথ দেখাতে অক্ষম হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়। তবে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হবে।
গাজীপুরে বালুবোঝাই ট্রাক খাদে, নিহত ৪ পূর্ববর্তী

গাজীপুরে বালুবোঝাই ট্রাক খাদে, নিহত ৪

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ পরবর্তী

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

কমেন্ট