গাজীপুরে বালুবোঝাই ট্রাক খাদে, নিহত ৪

গাজীপুরে বালুবোঝাই ট্রাক খাদে, নিহত ৪

09300103_kalerkantho_pic গাজীপুর সদর উপজেলার বাঘিয়া এলাকায় বালুবোঝাই ট্রাক গর্তে পড়ে উল্টে গেছে। এতে চারজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের পরিচয় জানা যায়নি। তাঁদের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়। নিহত ব্যক্তিদের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, ওই ট্রাকটি তুরাগ নদের পার থেকে বালু আনা-নেওয়া করত। গতকাল দিবাগত রাতে বাঘিয়া এলাকায় একটি গর্তে পড়ে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। ওসি আরো জানান, ইটভাটার মাটি কাটায় বাঘিয়া এলাকার রাস্তার অনেক অংশ বড় বড় গর্ত রয়েছে। সে ধরনের একটি গর্তে পড়ে ট্রাকটি উল্টে যায়।
কেউ বধির, কেউ সারাজীবনের জন্য রোগী পূর্ববর্তী

কেউ বধির, কেউ সারাজীবনের জন্য রোগী

শিমুলিয়া-কাওরাকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ পরবর্তী

শিমুলিয়া-কাওরাকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

কমেন্ট