ষোড়শ সংশোধনী : এমপি বাদলের প্রস্তাবের ওপর আলোচনায় বসছে সংসদ

ষোড়শ সংশোধনী : এমপি বাদলের প্রস্তাবের ওপর আলোচনায় বসছে সংসদ

সংবিধানের ষোড়শ সংবিধান বাতিলের রায় এবং রায়ে প্রধান বিচারপতির দেওয়া কিছু পর্যবেক্ষণের বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের এমপি মইন উদ্দীন খান বাদল। সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় এ বিষয়ে আলোচনার প্রস্তাব দেন তিনি। বাদলের প্রস্তাবে বলা হয়েছে, ''সংসদের অভিমত এই যে সংবিধানের ষোড়শ সংশোধনী 'অসাংবিধানিক' ঘোষণা করে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল এবং রায়ে জাতীয় সংসদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির দেওয়া অসাংবিধানিক, আপত্তিকর ও অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ বাতিল করার জন্য যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক। '' জানা গেছে, আজ বুধবার বিকেল ৫টায় অধিবেশন বসার পর শুরুতে হবে প্রশ্নোত্তর পর্ব। তারপর জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের নিষ্পত্তি ও আইন প্রণয়নের কাজ শেষে বাদলের প্রস্তাবটির ওপর হবে সাধারণ আলোচনা। প্রসঙ্গত, সংসদের ষোড়শ অধিবেশন শেষ হওয়ার পর গত ১ আগস্ট ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। যা নিয়ে এখনো রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে।
টেলিফোন অপারেটর পদে চাকরি পেলেন সিদ্দিকুর পূর্ববর্তী

টেলিফোন অপারেটর পদে চাকরি পেলেন সিদ্দিকুর

শাহজালালে বিদেশি সিগারেট জব্দ পরবর্তী

শাহজালালে বিদেশি সিগারেট জব্দ

কমেন্ট