বাংলাদেশ এখন অনেক নিরাপদ: আইজিপি

বাংলাদেশ এখন অনেক নিরাপদ: আইজিপি

'বাংলাদেশ এখন অনেক নিরাপদ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো রয়েছে। তাই বিদেশি বিনিয়োগকারীরা এই দেশে ছুটে আসছেন।' আজ বুধবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জাবেদ পাটোয়ারী বলেন, 'একটি দেশের উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। সেই লক্ষ্যে দেশের মানুষ তাদের জীবনমান উন্নয়নে বেশ ভালোই আছে।' চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনিরুজ্জামান, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক মাঈনুল হাসান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগ সভাপতি, পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ. সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক ছাড়াও শহরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়রীর বাড়ি চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নে। পুলিশ প্রধান হবার পর এই প্রথম তিনি গ্রামের বাড়ি গেলেন।
অস্বাস্থ্যকর পরিবেশে খালেদাকে রাখা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ববর্তী

অস্বাস্থ্যকর পরিবেশে খালেদাকে রাখা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

যারা দুর্নীতি ও সন্ত্রাস করবে তাদের সবার বিচার হবে: প্রধানমন্ত্রী পরবর্তী

যারা দুর্নীতি ও সন্ত্রাস করবে তাদের সবার বিচার হবে: প্রধানমন্ত্রী

কমেন্ট