মন্ত্রী-সচিবরা মোবাইল কিনতে পাবেন ৭৫ হাজার টাকা

মন্ত্রী-সচিবরা মোবাইল কিনতে পাবেন ৭৫ হাজার টাকা

সরকারের ভারপ্রাপ্ত সচিব, সচিব, সিনিয়র সচিব, মন্ত্রিপরিষদসচিব, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রীরা মোবাইল ফোনসেট কেনার জন্য ৭৫ হাজার টাকা করে পাবেন। ‘সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা, ২০১৮’-এর খসড়া আনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই প্রস্তাব অনুমোদন পেয়েছে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিব পদ মর্যাদার কর্মকর্তাদের মোবাইল ফোনের দাম ৬০ হাজার টাকা বাড়ানো হয়েছে। এসব কর্মকর্তাদের জন্য মোবাইল ফোনের বিলও থাকবে আনলিমিটেড। একইসঙ্গে যুগ্ম-সচিব পদ মর্যাদার কর্মকর্তাদের মোবাইল ফোনের বিল ৬০০ টাকা থেকে বৃদ্ধি করে ১ হাজার ৫শ টাকা করা হয়েছে। এ ছাড়া আজকের মন্ত্রিসভায় ‘হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন ২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আইনটি ১৯৭৫ সালে করা হয়েছিল। এটিকে বাংলায় রুপান্তর করা হয়েছে।
কেসিসি নির্বাচনে অনিয়ম : ইসি কমিটির তদন্ত মঙ্গল ও বুধবার পূর্ববর্তী

কেসিসি নির্বাচনে অনিয়ম : ইসি কমিটির তদন্ত মঙ্গল ও বুধবার

ইউএনএফপিএ'র নির্বাহী পরিচালক ঢাকা আসছেন আজ পরবর্তী

ইউএনএফপিএ'র নির্বাহী পরিচালক ঢাকা আসছেন আজ

কমেন্ট