গোপালগঞ্জ থেকে শুরু হচ্ছে শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা

গোপালগঞ্জ থেকে শুরু হচ্ছে শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা

আগামী বুধবার থেকে আওয়ামী লীগ সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার শুরুতে বুধবার গোপালগঞ্জ সফর করবেন তিনি। এরপর নির্বাচনী প্রচারের কাজে দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নানক এসব কথা জানান। নানক বলেছেন, বুধবার সকালে শেখ হাসিনা সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাবেন। সেখানে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর নির্বাচনী প্রচারণা শুরু করবেন। বুধবার সকালে নিজ এলাকায় একটি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি। এরপর দুপুরে কোটালীপাড়ায় আরেকটি জনসভায় অংশ নেবেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও বিএম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন।
‘দণ্ডিত ব্যক্তি ভোট করলে সংবিধান লঙ্ঘিত হবে’ পূর্ববর্তী

‘দণ্ডিত ব্যক্তি ভোট করলে সংবিধান লঙ্ঘিত হবে’

নির্বাচন কমিশন চায় আস্থার একটি পরিবেশ : সিইসি পরবর্তী

নির্বাচন কমিশন চায় আস্থার একটি পরিবেশ : সিইসি

কমেন্ট