রাজধানীতে সন্ধ্যা থেকে ১২ ঘণ্টার জন্য গ্যাস থাকবে না

রাজধানীতে সন্ধ্যা থেকে ১২ ঘণ্টার জন্য গ্যাস থাকবে না

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে,সন্ধ্যা থেকে রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না, তার মধ্যে রয়েছে—মিরপুর, শ্যামলী, মনিপুরীপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গণভবন, জাতীয় সংসদ ভবন, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিন রোড, পুরান ঢাকার সমগ্র এলাকা, গোপীবাগ, বঙ্গভবন, স্বামীবাগ, রামপুরা এলাকা, দক্ষিণ বনশ্রী, নন্দীপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টো রোড, তেজগাঁও, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, কমলাপুর ও তদসংলগ্ন এলাকা। এ সময় এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার সকাল ৮টা থেকে এসব এলাকায় পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। তিতাস গ্যাস বিতরণ কোম্পানির পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, মেট্রোরেলের কাজের জন্য শাহবাগ এলাকায় পুরোনো লাইন স্থানান্তর ও নতুন লাইন নির্মাণের কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কয়েক দিন ধরেই ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। এ জন্য রাজধানীবাসীকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।
আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো দ্বিতীয় পর্বের ইজতেমা পূর্ববর্তী

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো দ্বিতীয় পর্বের ইজতেমা

আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশী শ্রমিক বিষয়ে ইতিবাচক জানিয়ে প্রধানমন্ত্রীকে আশ্বাস পরবর্তী

আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশী শ্রমিক বিষয়ে ইতিবাচক জানিয়ে প্রধানমন্ত্রীকে আশ্বাস

কমেন্ট