‘লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় বারের মত এটি আয়োজিত হচ্ছে বাংলাদেশে। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ শো’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পরে বেলা ১১টার পর প্রধানমন্ত্রী প্রদর্শনীর উদ্বোধন করেন এবং তা ঘুরে দেখেন। ‘ফিউচার প্রুফ সোর্সিং’ স্লোগানে এবারের শোতে ৩০টির বেশি দেশের ক্রেতা ও ব্র্যান্ড প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। এছাড়া ১০টি প্যাভিলিয়ন ও ৩০টি স্ট্যান্ডস রয়েছে। চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণ ও বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশের বাজারে বিনিয়োগে আকৃষ্ট করতেই এ আয়োজন বলে জানিয়েছেন প্রদর্শনীটির আয়োজকরা। বিদেশি ক্রেতাদের আকর্ষণে বাংলাদেশে তৈরিকৃত নানা ধরনের চামড়া ও চামড়াজাতীয় পণ্য প্রদর্শন করা হচ্ছে এতে। আগামী ২ নভেম্বর শেষ হবে এ প্রদর্শনী। মন্তব্য
সরকারের ধারাবাহিকতার কারণে দেশে এতো উন্নয়ন হচ্ছে পূর্ববর্তী

সরকারের ধারাবাহিকতার কারণে দেশে এতো উন্নয়ন হচ্ছে

রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য ভাসানচরের অবকাঠামো প্রস্তুত পরবর্তী

রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য ভাসানচরের অবকাঠামো প্রস্তুত

কমেন্ট