মুজিববর্ষে দেশের সকল ঘরে ঘরে পৌঁছাবে বিদ্যুতের আলো: প্রধানমন্ত্রী

মুজিববর্ষে দেশের সকল ঘরে ঘরে পৌঁছাবে বিদ্যুতের আলো: প্রধানমন্ত্রী

মুজিববর্ষের মধ্যেই দেশের সব ঘরে বিদ্যুতের আলো পৌঁছাতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বুধবার (১২ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করে এ কথা জানান তিনি। শেখ হাসিনা বলেন, আমরা নতুন প্রজন্মকে এমনভাবে শেখাতে চাই যারা বিশ্বে প্রতিযোগিতামূলক বাজারে তাল মিলিয়ে চলতে পারে। এজন্য প্রযুক্তির শিক্ষাটা একান্তভাবে দরকার। কর্মক্ষমতা ও কর্মসংস্থান বাড়াতে নতুন নতুন ক্ষেত্রও আমাদের প্রয়োজন। এ সময় তিনি বলেন, বিদ্যুতের উৎপাদনে বাড়াতে কাজ করছে সরকার। মুজিববর্ষের মধ্যেই দেশের সব ঘরে বিদ্যুতের আলো পৌঁছাতে সরকার বদ্ধপরিকর। ডিজিটাল বিভিন্ন পদ্ধতি বাস্তবায়নে অর্থনীতির অগ্রগতির পাশাপাশি কমে যাচ্ছে দুর্নীতির সুযোগ বলে মনে করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার, ৭ জেলা ও ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি, পাশাপাশি ফেনীতে নির্মিত ১১৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে পারবে না: হাইকোর্ট পূর্ববর্তী

ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে পারবে না: হাইকোর্ট

বঙ্গবন্ধুর হত্যার বিষয়ে তদন্ত কমিশন গঠন করতে হবে : শেখ সেলিম পরবর্তী

বঙ্গবন্ধুর হত্যার বিষয়ে তদন্ত কমিশন গঠন করতে হবে : শেখ সেলিম

কমেন্ট