সারা দেশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দিলে ১০% ছাড়

সারা দেশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দিলে ১০% ছাড়

সারা দেশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে (ইলেকট্রনিক টোল কালেকশন) ব্যবস্থায় টোল দেওয়ার উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এই পদ্ধতিতে ইতিমধ্যে এ বিভাগের আওতাধীন ১০টি সড়ক ও সেতুতে সুবিধাটি চালু করা হয়েছে। টোল প্লাজা অতিক্রমে এই ফাস্ট ট্র্যাক বা দ্রুতগতির লেন (ইটিসি) ব্যবহার করলে নির্ধারিত টোল থেকে ১০ শতাংশ টাকা ছাড় দেওয়া হবে। 

আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের টোল ও এক্সেল শাখার এক নথি থেকে এসব তথ্য জানা গেছে। নথিতে উপসচিব ফাহমিদা হক খানের স্বাক্ষর রয়েছে। 

এতে বলা হচ্ছে, ১০ শতাংশ টোল ছাড়ের বিষয়টি গত বছরের ১ জুন থেকে কার্যকর করতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এদিকে এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটি টোল প্লাজার যানজট কমাতে সাহায্য করবে। অন্যান্য সুবিধার মধ্যে জ্বালানি সাশ্রয়, টোল সংগ্রহের ক্ষেত্রে সময় সাশ্রয়, মহাসড়কের সক্ষমতা বৃদ্ধি, টোল সারিতে অপেক্ষা করার সময় সংক্ষিপ্ত করা, যানবাহনের ধোঁয়া নির্গমন কমিয়ে পরিবেশের অবক্ষয় কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সরকারের রাজস্ব সঠিক পরিমাণে তহবিলে জমা করতে কাজে দেবে।

আবহাওয়া পূর্বাভাসে দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা পরবর্তী

আবহাওয়া পূর্বাভাসে দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

কমেন্ট