উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭ থেকে ৮ শতাংশ: ইসি

উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭ থেকে ৮ শতাংশ: ইসি

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় ৭ থেকে ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

আজ মঙ্গলবার (২১ মে) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ইসির অতিরিক্ত সচিব এ তথ্য জানান। তিনি বলেন, ‘ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় ৭ থেকে ৮ শতাংশ ভোট পড়েছে।’

অশোক কুমার দেবনাথ বলেন, ‘দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় সকাল আটটায় সুষ্ঠুভাবে ভোট শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে, সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য শারীরিক অসুস্থতায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন।’

অশোক কুমার বলেন, ‘ভোট শুরু হয়েছে মাত্র দুই ঘণ্টা। বিভিন্ন জেলার প্রাপ্ত তথ্য অনুযায়ী, একেক অঞ্চলে বিভিন্ন হারে ভোট পড়ছে। কোথাও বেশি কোথাও কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই হার আরও বাড়বে।’  

১৫৬ উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা ১৩ হাজার ১৬টি। ভোট কক্ষ রয়েছে ৯১ হাজার ৫৮৯। অস্থায়ী ভোট কক্ষ রয়েছে আট হাজার ৮৪১টি। এই ধাপের মোট ভোটার তিন কোটি ৫২ লাখ চার হাজার ৭৪৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক কোটি ৭৯ লাখ পাঁচ হাজার ৪৬৪ জন। নারী ভোটার রয়েছে এক কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৩৭ জন।

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে চার ধাপে ৪৭৬টি উপজেলায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয় কমিশন। এর মধ্য কিছু উপজেলায় তফসিল ঘোষণায় মামলা জটিলতা ও বৈধ প্রার্থীর মৃত্যু ঘটনায় নির্বাচন স্থগিত করা হয়েছে। বাকি ১৯টি উপজেলা পরিষদে নির্বাচনের সময় হয়নি, পরবর্তীতে সেসব পরিষদে ভোট নেওয়া হবে জানান সংস্থাটি।

বাংলাদেশি পণ্যের জিএসপি পুনর্বহালে পররাষ্ট্রমন্ত্রীর দাবি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র পরবর্তী

বাংলাদেশি পণ্যের জিএসপি পুনর্বহালে পররাষ্ট্রমন্ত্রীর দাবি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

কমেন্ট