মানবিক করিডরে আমরা রাজি যদি জাতিসংঘ এটার উদ্যোগ নেয়: শফিকুল আলম

মানবিক করিডরে আমরা রাজি যদি জাতিসংঘ এটার উদ্যোগ নেয়: শফিকুল আলম

জাতিসংঘ উদ্যোগ নিলে বাংলাদেশ মায়ানমারের রাখাইনে মানবিক করিডরে রাজি হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘করিডরের বিষয়টি চূড়ান্ত হলে সবার সঙ্গে কথা বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শুক্রবার (২ মে) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 
শফিকুল আলম বলেন, ‘মানবিক করিডরে আমরা রাজি যদি জাতিসংঘ এটার উদ্যোগ নেয়।


এই পুরো জিনিসটা হবে দুইটা দেশের সঙ্গে কথা বলে। জাতিসংঘ যখন কাজ করে তারা সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে অর্থাৎ মায়ানমার সরকারের সঙ্গেও কথা বলবে, আমাদের সঙ্গেও কথা বলবে। বলে তারপরই তো সিদ্ধান্তে আসবে।’
মানবিক করিডোর নিয়ে সাম্প্রতিক নানা আলোচনা ও বিতর্কের মধ্যে শফিকুল আরও বলেন, ‘রাখাইনে এটা (মানবিক করিডরের) কথা আসছে, কারণ সেখানে গৃহযুদ্ধের মতো একটি সহিংসতা চলছে।


সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা আছে, রাখাইনে যারা আছে, সেখানে মানবিক একটা সংকট হয়েছে।’
করিডর নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্যকে ‘প্রিম্যাচিউর’ উল্লেখ করে তিনি বলেন, ‘এটা সর্বসম্মতিক্রমে হবে। আর আমরা মনে করি যে এখনো এটা অনেক অনেক দূরের বিষয়। আমরা তো বলেছি, এটা যখন চূড়ান্ত বিষয়ে আসবে তখন সবার সঙ্গে কথা বলে এ নিয়ে সিদ্ধান্ত হবে।


এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি প্রমুখ।

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা পরবর্তী

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা

কমেন্ট